মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার হরষপুর স্টেশন বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে আ. রাজ্জাক (৩০) ও একই ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের খুর্শেদ আলীর ছেলে আ. ওহাব (২৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে।