মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা সহ আটক ২ যুবককে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল হাসানের নেতৃত্ব একদল পুলিশ ১শ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলে উপজেলার নারায়নপুর গ্রামের ছায়েব আলীর ছেলে হাবিবউল্লা ওরফে হাবিব (২১) ও সায়েদ আলীর ছেলে সুজন মিয়া (২০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ওইদিন সন্ধ্যায় পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের নোয়াহাটি নামক স্থানে পুলিশ চেক পোষ্ট বসায়। এ সময় উল্লেখিত দুই যুবক দ্রুত গতিতে চেক পোষ্ট এলাকা অতিক্রম করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে জনতার সহযোগিতায় আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১ শ পিস ইয়াবা উদ্ধার করে।
মঙ্গলবার (২৩ জুলা্ই) ধৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরনের নিদেশ দেন।