লোকালয় ২৪

মাধবপুরের কড়রায় গৃহবধূর মৃত্যু, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঘাতক স্বামী ও নিরপরাধ শিশু

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার কড়রা গ্রামে গৃহবধু রিপা আক্তার (২৫) এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন গৃহবধূর রিপা আক্তারের মাতা জেসমিন আক্তার বাদি হয়ে শুক্রবার রাতে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার করড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বেনু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের ফারুক মিয়ার মেয়ে রিপার প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেনু ও তার পরিবারের লোকজন রিপা ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। তার একটি কন্যা সন্তানও রয়েছে। মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে কয়েক দফায় প্রায় ২ লাখ টাকা যৌতুক দেয় রিপার পরিবার। সম্প্রতি আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে রিপার উপর অমানসিক নির্যাতন করে বেনু ও তার পরিবার। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় রিপাকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। গত বৃহষ্পতিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ মাধবপুর থানার এসআই লিটন ঘোষ উদ্ধার করেন। এ সময় স্বামীর পরিবারের লোকজন লাপাত্তা হয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় তার মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।