লোকালয় ২৪

মাদক নির্মূলে কঠোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

মাদক নির্মূলে কঠোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার: জঙ্গী দমনে দক্ষতা ও সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে মাদক সংশ্লিষ্ট কোন ইস্যুতে সকলকে কঠিন পদক্ষেপ নেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদক ব্যবসায়ীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদেরকে কঠোর হাতে দমন করার নির্দেশ দেয়ার পাশাপাশি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি।

আজ রবিবার (২০ জানুয়ারী) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি। মাদকের সঙ্গে জড়িত এবং মাদক চোরাকারবারীদের দ্রুত খুঁজে বের করতে হবে।

সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং নির্মূল করা এ সরকারের প্রধান লক্ষ্য। মাদকের ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। যত বড় প্রভাবশালী হোক এ ব্যাপারে আপনারা কোনো ছাড় দেবেন না।

প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এ নিয়ে দ্বিতীয়বারের মতো সচিবালয় গেলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন।

এ মাসের মধ্যে প্রধানমন্ত্রী আরও দু-তিনটি মন্ত্রণালয় পরিদর্শন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।