লোকালয় ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের কামারগ্রামে ছেলের হাতে মা খুন হয়েছেন। আজ বিকেলে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সপ্তাহ খানেক আগে আরব আমিরাত থেকে দেশে আসা কামাল হোসেন (৩০) এই খুনের ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ ঘাতককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কামারগ্রামের তাহির আলীর স্ত্রী ছয়মুন বিবির (৫৫) দ্বিতীয় ছেলে কামাল হোসেন। দেশে আসার পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সাথে তার ঝগড়া হচ্ছিল। আজ বুধবার বিকেলে ঝগড়ার এক পর্যায়ে ছয়মুন বিবিকে মারধর শুরু করেন কামাল হোসেন। ছয়মুন বিবি ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলে আঙ্গিনায় তাকে ঝাপটে ধরে গলায় ছুরিকাঘাত করেন কামাল। এতে ঘটনাস্থলেই ছয়মুন বিবি মারা যান।
এদিকে, ঘটনার পরপরই আশপাশের লোকজন কামাল হোসেনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, ঘাতক কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
লোকালয় সংবাদ/ ০১ ফেব্ররুয়ারী ২০১৮/ একে কাওসার