সংবাদ শিরোনাম :
মাইলফলক ছুঁয়ে ক্লিন বোল্ড তামিম

মাইলফলক ছুঁয়ে ক্লিন বোল্ড তামিম

http://lokaloy24.com

এস.এম.মানিক:

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে শুরুটা স্বস্তিদায়ক হলো না ওপেনার তামিম ইকবালের। মাত্র ৯ রানে সাজঘরে ফিরতে হলো।  তবে এরইমধ্যে ক্যারিয়ারে একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলেন ড্যাশিং এই ওপেনার।

জহুর আহমেদ স্টেডিয়ামে আজ তামিমের সঙ্গে ম্যাচ ওপেন করতে নামেন সাদমান।  মাত্র ৯ রানে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান তামিম।  এই আউটের আগে তামিম ইকবাল মাইলস্টোনে পৌছে যান।

টেস্টে বাংলাদেশের হয়ে তামিম ইকবালই এখন সর্বাধিক রানের মালিক। এতদিন ধরে টেস্টে এই রেকর্ডটা ধরে রেখেছিলেন মুশফিকুর রহিম। তবে মাইলস্টোনে পৌছে সেটা উপভোগ করার তেমন সুযোগ পেলেন না তামিম।  পেসার খেমার রোচের বলে মাত্র ৯ রানে বোল্ড হয়ে ফিরেন তিনি।

এর আগে গ্যাব্রিয়েল শ্যানের বলে ইনিংসের শুরুতে একটি সিঙ্গেল নিয়ে তামিম ইকবাল ছাড়িয়ে যান মুশফিক রহিমের ৪৪১৩ রানকে।  ৭০ টেস্টে মুশফিক এই রান করেছেন।  ৬১ নম্বর টেস্টে তামিমের রান এখন ৪৪১৪।

তামিমের এই মাইলফক কতক্ষণ স্থায়ী হয় সেটি নিয়ে সংশয় রয়েছে।  কারণ মুশফিক এখনও ব্যাট করতে নামেননি।

তামিমের ফিরে আসার পর ওপেনার সাদমান ইসলামের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত।

বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬১/১।  ২১.৪ ওভারের খেলা চলছিল।  শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন তরুণ ওপেনার সাদমান।  তিনি ব্যাট করছেন ৩১ রানে।  ৬৪ বল খরচা করে ৩ চারের মাধ্যমে এ রান করেছেন সাদমান।  আর শান্ত করেছেন ৫২ বলে ২১।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।

61 Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com