লোকালয় ২৪

মহাসড়কে যানজটের কোনো খবর নেই : সেতুমন্ত্রী

মহাসড়কে যানজটের কোনো খবর নেই : সেতুমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে যানজটের কোনো খবর নেই। শুধু ঈদ নয়, সারা বছরই এমন স্বস্তিদায়ক রাস্তা থাকবে এটা জনগণ আশা করে। আমি পুরোপুরি সুস্থ নই। তারপরও অধিদপ্তর ও দপ্তরগুলোতে গিয়ে মিটিং করেছি যাতে এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে হয়।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি এবার দুটি টার্মিনালে গিয়েছি সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আছে। এখানে মালিকদের একটা কথা আছে। সেটা হলো তারা যাওয়ার পথে যাত্রী পায়, আবার আসার পথে খালি আসে। আমি বলেছি, সারা বছরতো আয় করেন, এখন একটু কম করেন। দেখা যাক কী হয়।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সব কথায় কাজ হয় না। এমন হলে তো বাংলাদেশটা অনেক দূর এগিয়ে যেতো। এদেশে সততার সঙ্গে কাজ করা একটা চ্যালেঞ্জ। রাজনীতিতে সৎ মানুষের সংখ্যা খুব বেশি না। সবাই সৎ হলে দেশের চেহারাটা পরিবর্তন হয়ে যেতো।’

ঢাকায় যানজট নিরসন বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে আমাদের যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। আমি ঈদের পরেই মেয়রদের সঙ্গে মিটিং করব। বছরের পর বছর ধরে ঢাকা শহরে বিশৃঙ্খলা চলছে। এখানে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দিস্তার পর দিস্তা কাগজ আমরা পরিকল্পনায় নষ্ট করেছি। এখন আমরা কিছু উদ্যোগ নেবো।’

তিনি বলেন, ‘বিআরটিসির নতুন গাড়িগুলো দূরপাল্লায় যাতায়াতে ভালো ভূমিকা রেখেছে। হিমাচল পরিবহন প্রতি বছরই অতিরিক্ত ভাড়ার জন্য একটি অভিযুক্ত প্রতিষ্ঠান। আমি বিআরটিএকে বলেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বগুড়ার শাহ ফতেহ আলী পরিবহন এবং হানিফ পরিবহনকে আমরা জরিমানা করেছি। এতে বোঝা যায় তাদেরকে বারবার বলার পরেও তারা ভালো ব্যবস্থা নেয়নি।’

বাস মালিকদের কাছে কী সরকার পরাজিত? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা জয় পরাজয়ের বিষয় নয়। এটা মানসিকতার বিষয়। আমরা বিষয়টি সিরিয়াসলি দেখছি। আমাদের ব্যবস্থা গ্রহণের বিষয়টি যাতে বাস্তবে যথাযথভাবে প্রয়োগ হয় সে বিষয়ে আমরা দেখছি।’

মন্ত্রী বলেন, ‘শুধু অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে যানজট নিরসন সম্ভব নয়। মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।’