লোকালয় ২৪

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বর্তমান যোগাযোগ প্রযুক্তির বিবর্তনের নতুন এক মাত্রা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেছেন, ‘ইন্টারনেট নতুন কিছু নয় মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ১৭ এপ্রিল, মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিপ্লব দেব।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাঠে না গিয়েও যুদ্ধের সম্পূর্ণ বিবরণ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে অন্ধ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। এর অর্থ হল- তখনও আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তি ছিল।’

বিপ্লব দেব আরও বলেন, ‘ইন্টারনেট প্রযুক্তি হাজার বছরেরও বেশি আগে আবিষ্কার হয়েছিল এবং ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার (এনআইসি) এটি ব্যবহার করছিল।’

বিপ্লব দেব মনে করেন প্রযুক্তি শুধু ধনীদের জন্য সীমিত থাকা উচিত নয়। বরং গরীবদেরও এতে সমান এক্সেস থাকা উচিত।