ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় মহাজোটের মনোনিত পার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিছবা কে লাঙল প্রতিকে ভোট দিতে সুনামগঞ্জ বাস্তহারা লীগের পক্ষ থেকে নির্বাচনি প্রচারনা। বুধবার দিন ব্যাপি এই প্রচারনা চালানো হয় সদর উপজেলার জাহাঙ্গির নগড় ইউনিয়নের ভিবিন্ন গ্রামে ও বিস্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া, জিগাতলা, মুতুরকান্দি সহ নির্বাচনি ভিবিন্ন এলাকায় প্রচারনায় চালানো হয় অংশগ্রহন করেন বাস্তহারা লীগের জেলা সভাপতি এম এ ওয়াদুদের নেতৃত্বে প্রচার অভিযানে আরো ছিলেন, এম ডি ফারুক আহমদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেত্রিবৃন্দ।