ঢাকা- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছোট ছোট যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে। মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। এবার সড়ক নিয়ন্ত্রণ কাউন্সিল এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় মন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করেছি। সভায় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ আনে বলেও জানান তিনি।
বিএনপি টানাপোড়েনে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রদল ডাকসু নির্বাচনে যাবে কি না, তা নির্ভর করছে পলাতক আসামী তারেক রহমানের ওপর। ডাকসু নির্বাচনে কারচুপির সুযোগ নেই।
বিএনপি জামাতের সঙ্গ ছাড়বে না— এ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ও জামাত কেউ কারো সঙ্গ ছাড়বে না- কারণ দুই দলই সাম্প্রদায়িক।