সংবাদ শিরোনাম :
ভোট শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ ৪

ভোট শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ ৪

ভোট শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ ৪
ভোট শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ ৪

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জেলার সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে চারজন নিখোঁজ রয়েছে।

রোববার রাতে মেঘনা নদীর গলাটি এলাকায় ঝড়ে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। ওই ট্রলারে যাত্রী ছিলেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার ও পুলিশ সদস্যসহ মোট ১২ জন।

উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফেরার সময় ঝরের কবলে পড়েন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রোববার ছিল উপজেলা পরিষদের নির্বাচন। বিকেলে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার ও পুলিশ সদস্য সহ ১২ জন চর কিশোরগঞ্জ বাজার থেকে উপজেলা রিটার্নিং অফিসের উদ্দেশ্যে একটি ট্রলারে চড়ে মেঘনা নদী পার হচ্ছিলেন।

ট্রলারটি গলাটি এলাকায় পৌঁছালে নদীর মধ্যে হঠাৎ ঝড়ো বাতাসে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৮জন সাঁতে তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com