নাটোর : উৎসব মুখর পরিবেশে নাটোরের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বেলা ২টা পর্যন্ত। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি পদে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। তবে দুই শিফটের প্রতিষ্ঠানে ১৬টি পদে নির্বাচন হবে।
এদিকে নির্বাচনে ভোট দিতে পেরে স্কুলের ক্ষুদে ভোটাররা (শিক্ষার্থীরা) খুব খুশি। তারা এমন প্রার্থীকে নির্বাচিত করবে যে নেতা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে। অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে না।
প্রার্থীরা জানায়, তারা স্কুলের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে।
শিক্ষকরা জানান, এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চার প্রথম পাঠ নিচ্ছে। এতে করে তারা গণতান্ত্রিক চর্চার সুযোগ পাবে। এখান থেকেই তারা ভোটের ফলাফল (জয়-পরাজয়) মেনে নেওয়ার বিষয়টি শিখবে।