ঢাকা- ভোটারদের দুর্ভোগ এড়াতে ভোট দিতে যাচ্ছেন না রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। আজ সারাদিন তিনি বঙ্গভবনেই থাকছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। জনদুর্ভোগ এড়াতে দশম সংসদ নির্বাচনেও ভোট দেননি তিনি।
এবারও রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ করলে একই কথা জানা যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি মিঠামইনের ভোটার। কিন্তু তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, তা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।”