ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দায়িত্ব পালনকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দায়িত্ব পালনের সময় তার মৃত্যু হয়। তবে তার বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘ওই কর্মকর্তা আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোটকেন্দ্রে তার স্বাভাবিক মৃত্যু হয়।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, দায়িত্ব পালনের সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট হচ্ছে উত্তরের মেয়র পদে উপ-নির্বাচনেরও।