স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে দুই শিশুর রহস্যজন মৃত্যু হয়েছে। তারা দুইজন সহোদর। চিকিৎসবদের শঙ্কা খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।রোববার সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টর চালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।শিশুদের মা ববিতা আক্তার জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুইভাই কুল ফল খায়। হঠাৎ করে দুইভাই ‘ভূত ভূত’ চিৎকার করে বাহির থেকে দৌড়ে ঘরে ঢুকে মা বাবাকে জেিয় ধরে জ্ঞাণ হারিয়ে ফেলে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোমিন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।’
Leave a Reply