লোকালয় ২৪

ভিআইপি-সিআইপি কাউকে ছাড় না দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেছেন, ‘ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় দেবেন না।’

 

পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে শনিবার এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকায় যত তল্লাশি চৌকি আছে, যত পুলিশ আছে- সবাই গাড়ির কাগজপত্র পরীক্ষা করুন।’

 

গড়ির কাগজপত্র পুলিশ পরীক্ষা করছে দেখলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে উল্লেখ করে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তবে পুলিশ আগ বাড়িয়ে অপারেশনে যাবে না।’

 

তিনি বলেন, ‘এখন আইন প্রয়োগ করার সুযোগ এসেছে। পুলিশ সদস্যরা আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।’

 

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।