লোকালয় ২৪

ভার‌তে পাচারকা‌লে ২২৫ লিটার ডিজেলসহ দুই বাংলাদেশি আটক

ভার‌তে পাচারকা‌লে ২২৫ লিটার ডিজেলসহ দুই বাংলাদেশি আটক

ক্রাইম ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্ত দিয়ে ভার‌তে পাচারকা‌লে ২২৫ লিটার ডিজেলসহ দুই বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ডি‌জেল পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটা‌রি চা‌লিত এক‌টি অ‌টো‌রিকশাও জব্দ করেছে বি‌জি‌বি।

লালম‌নিরহাট ‌বি‌জি‌বি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌সোমবার (২ জুলাই) উপ‌জেলার দ‌ক্ষিণ অনন্তপুর সীমা‌ন্ত থে‌কে ওই দু’জনকে আটক করা হয়। আটকৃকতরা হলেন, দক্ষিণ অনন্তপুর গ্রামের মাইদুল ইসলাম (৩৫) ও রুহুল আমিন(৪৬)।

বিজিবি জানায়,সোমবার বিকালে দক্ষিণ অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচারের সময় টহলরত বিজিবি সদস্যরা দক্ষিণ অনন্তপুর সীমান্ত এলাকায় সাত‌টি জে‌রি‌কেন ভ‌র্তি ডিজেলসহ দুই তেল পাচারকারী‌কে আটক করে। পরে সন্ধ্যায় জব্দ করা ডিজেল ও অটোরিকশাসহ আটক তেল পাচারকারী‌দের ফুলবাড়ী থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে বি‌জি‌বি।
এ ব্যাপারে কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ জানান, আটককৃত‌দের ফুলবাড়ী থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। জব্দ করা ডিজেল ও অটোরিকশার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ২৭৫ টাকা।

ফুলবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) খন্দকার ফুয়াদ রূহানী জানান, আটক দু’জনের বিরু‌দ্ধে বি‌শেষ ক্ষমতা আই‌নে মামলা হয়েছে।