নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালানো যাবে না। তিন মাসের মধ্যে সব কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। সেখানে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সকল বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানে আগামী তিন মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দেওয়া হলো।