লোকালয় ২৪

ভারত ভাগের জন্য জিন্নাহ নয়, নেহেরু দায়ী

ভারত ভাগের জন্য জিন্নাহ নয়, নেহেরু দায়ী

বার্তা ডেস্কঃ ভারত ভাগের জন্য জওহরলাল নেহেরু, মাওলানা আজাদ ও সরদার প্যাটেল- এর মতো শীর্ষ রাজনীতিকরাই দায়ী। মুহাম্মদ আলী জিন্নাহ ভারতকে বিভক্ত করতে চাননি। জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ কাশ্মিরে এক অনুষ্ঠানে শনিবার এসব মন্তব্য করেন। তার এই মন্তব্য ভারতজুড়ে দেশভাগ নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

ফারুক আব্দুল্লাহ বলেন, ‘জিন্নাহ দেশ ভাগের পক্ষে ছিলেন না। দেশকে বিভক্ত করতে চাননি তিনি। ভারতকে বিভক্ত করতে একটি কমিশন গঠনের প্রস্তাব উঠেছিল। ভারত ভাগ না হলে পাকিস্তান ও বাংলাদেশেরও জন্ম হতো না।’

তিনি বলেন, ‘কমিশন সেই সময় জানায়, তারা সংখ্যালঘু ও শিখদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। মুসলিমদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব রাখবে কিন্তু দেশ ভাগ করবে না।’

কাশ্মিরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘সেসময় ভারতীয় রাজনীতিকরা মুসলমান ও শিখদের জন্য সংখ্যালঘু কমিশন চায়নি। এই পরিপ্রেক্ষিতে জিন্নাহ পাকিস্তানের দাবি তোলেন।’

তিনি বলেন, ‘ভারত, চীন এবং পাকিস্তানের মতো তিন পারমাণবিক ক্ষমতাধর একই উপত্যকার পাশে অবস্থান করায় স্বাধীন কাশ্মির নিয়ে আলোচনা অর্থহীন।’