লোকালয় ডেস্কঃ যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
২০ মে, রবিবার দুপুরে পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।
আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও চার শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।