আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপি সরকার ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাইছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ফায়দা লুটতেই নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার হাজার হাজার মানুষ বিজেপিবিরোধী বিক্ষোভে অংশ নেয়।
সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের কলকাতায় রোড মার্চ করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। বিজেপিবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
রোড মার্চটি কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত যায়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতে হিন্দু-মুসলিম সংঘাত ছড়িয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রোডমার্চের দ্বিতীয় দিন যাদবপুর বাস-স্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত কর্মসূচি পালিত হবে। তৃতীয় দিন হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব রকম সহিংসতা এড়াতে রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা।