লোকালয় ২৪

ভারতে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ!

ভারতে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ!

বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকায় ভারতে পেঁয়াজের বাজারে ধস নেমেছে। পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সর্বকালের সবচেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভারতে। গতকাল লাসাগাঁও অনলাইন মার্কেটে কেজিপ্রতি পণ্যটি ৬ থেকে ১০ রুপি দরে বিক্রি হয়েছে। ন্যায্য মূল্য না পেয়ে দেশটির কৃষকরা এখন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দিচ্ছেন।

জানা গেছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৪৫ থেকে ১৬০ টাকা ধরে বিক্রি হচ্ছে, সেখানে ভারতের কেজিপ্রতি পণ্যটি ৬ থেকে ১০ রুপিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১২ টাকাও পড়ছে না প্রতি কেজি পেঁয়াজের মূল্য।

বুধবার দেশটির লাসাগাঁও অনলাইন মার্কেটে প্রতি কেজি পেঁয়াজ ১০ রুপি দরে বিক্রি করতে দেখা গেছে। ভারতীয়রা বলছেন, এত কমদামে এর আগে কখনও পেঁয়াজ বিক্রি হয়নি ভারতে। এটিই ভারতে পেঁয়াজের সর্বনিম্ন দর।

পেঁয়াজের দাম এমন পানির দরে চলে আসায় বিপুল পরিমাণে লোকসানে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এমন দরপতনের জন্য সম্প্রতি চলমান পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞাকে দুষছেন তারা।

পেঁয়াজে হুট করে ধস নামার পেছনের কারণ হিসেবে তাদের অভিযোগ, পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকায় স্থানীয় বাজারের পেঁয়াজ কোথাও যেতে পারছে না। তাই এমন ধস নেমেছে মসলাটির দামে। তাই পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছেন দেশটির কৃষকরা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ইতিমধ্যে কৃষকদের আন্দোলনে কর্নাটকে উৎপাদিত পেঁয়াজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এ বিষয়ে দেশটির হর্টিকালচার কমিশনারের অনুমতি মিলেছে কৃষকদের।

গত ২৮ অক্টোবর থেকে চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে প্রতি চালানে সর্বোচ্চ ৯ হাজার টন পেঁয়াজ রফতানি করছেন কর্নাটকের কৃষকরা। কর্নাটকের পাশাপাশি কলকাতার ব্যবসায়ীরাও পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা তুলে দিতে তাদের রাজ্য সরকারকে চাপ দিচ্ছেন।

তারা বলছেন, এখন আর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা রাখার কোনো যৌক্তিক কারণ দেখছি না আমরা। মহারাষ্ট্রে নির্বাচন শেষ হয়ে গেছে। পেঁয়াজের বাজারে ধস নেমেছে। আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর এক আদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর পর থেকেই বাংলাদেশে পণ্যটির দাম দফায় দফায় বাড়তে থাকে। নিম্নমধ্যবিত্তদের ক্রয়ের নাগালের বাইরে চলে যায়।

ভারতের সংবাদমাধ্যম জানায়, সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ দেশটির অন্যতম রপ্তানি খাত। বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি পেঁয়াজ রপ্তানি করে থাকে ভারত।