লোকালয় ২৪

ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশী নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

lokaloy24.com

এম ওসমান : ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশী  নারীকে বেনাপোল দিয়ে ৩বছর পর হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাদেরকে হস্তান্তর করা হয় ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, ৩ বছর আগে ১০ বাংলাদেশী নারী বিনা পাসপোর্ট অবৈধভাবে ভারতে যাওয়ার পর ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরন করে। পরে সেখান থেকে ভারতের নবজীবন নামে এক এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত আসে। ইমিগ্রেশন কাযক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, মঙ্গলবার সকালে জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার নিকট তাদের হস্তান্তর করা হয়েছে।