লোকালয় ২৪

ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  চীনের পর করোনাভাইরাসের মহামারির উপকেন্দ্র হয়ে উঠেছিল ইউরোপ। এরপর এই মহামারি ব্যাপকভাবে ছড়িয়েছে আমেরিকায়। উত্তর ও দক্ষিণ আমেরিকায় সংক্রমণ ও মৃত্যু এখনো থামেনি। এরইমধ্যে দক্ষিণ এশিয়ায় বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষ করে ভারতে এখন প্রায় প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এরইমধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৯২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৩৫ জনে। এই সময়ে মারা গেছে ২০৯ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৫৩৯৪ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৮৫২ জন। চিকিৎসা নিচ্ছেন ৯৩ হাজার ৩৪৯ জন।

ভারতে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের। সেখানে ৬৭ হাজার ৬৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ২৮৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, এই মুহূর্তে বিশ্বে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশটি জার্মানি ও ফ্রান্সকে টপকে উঠে এসেছে সাত নম্বরে।