পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনা হবে।
সিলেটের আখালিয়ায় বিজিবি সদরদপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে ভারতের নাগরিকত্ব আইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত কথা দিয়েছে যে এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। কারণ ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশেও অশান্তি দেখা দেয়।’
এ সময় বিজিবির উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদরদপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।