ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি রাখাল গ্রেফতার

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি রাখাল গ্রেফতার

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি রাখাল গ্রেফতার
ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি রাখাল গ্রেফতার

লোকালয় ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ১৬ জন বাংলাদেশি গরুর রাখালকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে ৫৩ বিজিবি’র বাখের আলী বিওপি’র একটি টহল দলের সদস্যরা ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সজিব, মিজানুর রহমান, আজিজুল হক, শরীফ উদ্দিন, সোহাব, লিটন, রনি, জেনারুল, মজিবুর রহমান, রাকিব মিয়া, রোহান হোসেন, মানারুল ইসলাম, আজিজুল হক, জুয়েল রানা, রাকিব ও সোহেল রানা। গ্রেফতারকৃত সবারই বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ‘সদর উপজেলার বাখের আলী সীমান্ত পিলার ২৭/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশের ১৬ জন গরুর রাখালকে হাতে-নাতে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা রুজু শেষে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয় এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com