ফাইনালে যাওয়ার লড়াইয়ে তিন বল বাকি থাকতে ১৭২ রানে গুটিয়ে যায় ভারত।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার দেবদত্ত পাদিক্কালকে কট বিহাইন্ড করে ফেরান শরিফুল।
সতর্ক ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামাল দেন যশ্বসী জয়সওয়াল ও অনুজ রাওয়াত। সুইপ করে তৌহিদকে উড়ানোর চেষ্টায় শরিফুলের হাতে ধরা পড়ে শেষ হয় ৬১ বলে খেলা অনুজের ৩৫ রানের ইনিংস। সর্বোচ্চ ৩৭ রান করা ওপেনার যশস্বীকে বোল্ড করে দেন লেগ স্পিনার রিশাদ।
অফ স্পিনে তৌহিদ দ্রুত ফেরান যশ রাঠোরকে, রিশাদ বিদায় করেন অধিনায়ক সিমরান সিংকে। ১ উইকেটে ৬৯ থেকে ভারতের স্কোর পরিণত হয় ৭৭/৫-এ।
ষষ্ঠ উইকেটে আয়ুশ বাদোনি ও সমীর চৌধুরীর ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। দুই জনের ৫৯ রানের জুটি ভাঙেন মিনহাজুর রহমান। দুই ছক্কায় ৩৯ বলে ২৮ রান করে ফিরেন বাদোনি।
শেষের দিকে ফিরে বড় বাধা হয়ে থাকা সমীরকে (৩৬) বোল্ড করে দেন শরিফুল। এরপর বেশি দূর এগোয়নি ভারতের ইনিংস। অতিথিদের ইনিংসের লেজ দ্রুত ছেটে দেন শরিফুল ও মৃত্যুঞ্জয়।
আঁটসাঁট বোলিংয়ে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল। তৌহিদ ২ উইকেটে নেন ৪ রানে। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও রিশাদও।