লোকালয় ২৪

বড় বোনকে খুঁজতে গিয়ে পানিতে পড়ে প্রতিবন্ধী ছোট বোনের মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বড় বোনকে খুজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বন্দনা রানী (১০) নামে এক প্রতিবন্ধী ছোট বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাত ৭টার পরে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত্যু বন্দনা রানী রায় ঐ এলাকার কমল চন্দ্র রায় (ব্রাম্মণ) এর মেয়ে।
এলাকাবাসীর জানান, ব্রাম্মণ কমল চন্দ্রের বড় মেয়ে চন্দনা রানী রায় দিনাজপুরে  তার স্বামীর বাড়ি থেকে দাওয়াত খেতে বাবার বাড়িতে আসে। আজ সন্ধ্যার পর চন্দনা রানী পাশের বাড়িতে বেড়েতে যায়। এদিকে বড় বোনকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে খুজতে বের হয় ছোট বোন শারীরিক প্রতিবন্ধী বন্দনা রানী। চন্দনা রানী বাড়িতে এসে জানতে পারে দীর্ঘসময় আগে তাকে খুজতে গেছে বন্দনা রানী। পরে বাড়ির সবাই মিলে বন্দনা রানীকে খোঁজাখুঁজি শুরু করেন।
রাত ৮টার দিকে বাড়ির উত্তর দিকে রাস্তার পার্শ্বের পুকুরে উপর বন্দনা রানীর পায়ের স্যান্ডেল দেখতে পায় বাড়ির লোক। এরপরে সবাই পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজির পরে তার লাশ দেখতে পায়। পরে বন্দনা রানীকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাঃ বন্দনা রানীকে মৃত্যু বলে ঘোষণা করেন।
বন্দনা রানীর মৃত্যর বিষয়টি নিশ্চিত করে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান।