ব্রিটেনের রানীর ৯৪ তম জন্মদিনের অনুষ্ঠান বাতিল

ব্রিটেনের রানীর ৯৪ তম জন্মদিনের অনুষ্ঠান বাতিল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ মহামারী করোনাভাইরাসে যেসব দেশ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তার মধ্যে যু্ক্তরাজ্য অন্যতম।গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জন মারা যাওয়া দেশটি শীর্ষ ছয়ে অবস্থান করছে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ।

দেশের এমন কঠিন পরিস্থিতিতে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করে।

খবরে বলা হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথ তার ৯৪তম জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।এমনকি তার জন্মদিনে সশস্ত্র সালাম দেয়ার বিষয়ে নিষেধ করেছেন।

 রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম জন্মদিনের অনুষ্ঠান বাতিল।

উল্লেখ্য, ব্রিটেন গত ৪ সপ্তাহ ধরে করোনাভাইরাসের কারণে সম্পূর্ণ লকডাউন অবস্থায় রয়েছে।রাজপরিবারের কয়েক সদস্যও হোম কোয়ারেন্টিনে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com