লোকালয় ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় এক মণ গাঁজাসহ যুবক আটক

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মণ গাঁজাসহ একজনকে আটক করেছে করেছে র‍্যাব।

শনিবার রাত ২ টার দিকে তাকে আটক করা হয়। আটক মো. শেখ আলম বাগেরহাট জেলার সদর উপজেলার ডেমা এলাকার আক্কাস শেখের ছেলে ।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথকে নিয়ে জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় লালশালুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার দাম ১২ লাখ ১৪ হাজার টাকা। তার বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।