লোকালয় ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের জনসভায় সংঘর্ষের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানজিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে অজ্ঞাত কতজন তা উল্লেখ করা হয়নি।

মামলার বাদী তানজিল বলেন, কারা এ সংঘর্ষে জড়িত আমরা তাদের শনাক্ত করতে পারেনি। অনুষ্ঠানের ভিডিও দেখে পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, আমরা সংঘর্ষকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। শিগগির গ্রেফতার অভিযান শুরু করা হবে।

বুধবার বিকেল ৫টার দিকে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের জনসভা চলছিল। এসময় চেয়ারে বসা নিয়ে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ সভাপতি নায়ার কবির, সহ-সভাপতি তাজ মেহাম্মদ ইয়াছিনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।