লোকালয় ডেস্ক:দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। তবে ম্যাচটি শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথা চার ফুটবলারের কোয়ারেন্টিন আপত্তির মুখে স্থগিত করা হয়।
ম্যাচ স্থগিতের পর হোটেলে চলে যায় লিওনেল মেসিরা। তাদের দ্রুত দেশে ফেরাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ১০ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা।
স্থগিত হওয়া ম্যাচটি নিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ‘ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার উপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে।’
ম্যাচগুলো সব ফিফার অধীনস্থ তাই কনমেবল জানালো, ‘বিশ্বকাপ বাছাই পর্ব ফিফার প্রতিযোগিতা। এ ব্যাপারে সকল সিদ্ধান্ত ক্ষমতা আছে কেবল ওই প্রতিষ্ঠানেরই।’
Leave a Reply