লোকালয় ডেস্ক: ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাড়ে সাত লাখ পাউন্ডের বেশি অর্থ দান করেছেন। তিনি এই অর্থ দিয়েছেন ইউনিসেফ ও ব্রাজিলের এক প্রতিষ্ঠানকে। ফরাসি ক্লাব পিএসজির এই তারকা ব্রাজিল মুদ্রায় ৫০ লাখ রিয়াল দান করেছেন। নেইমার নিজে বিষয়টি জানাননি। তবে তা প্রকাশ করেছে ব্রাজিলের এক টিভি অনুষ্ঠান ফোফোচালিজানদো।
নেইমারকে তার মাঠ বহির্ভূত ও বিশাল ধনদৌলতের কারণে প্রায়শই সমালোচনা করা হয়। তবে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডটির বদান্যতার মধ্য দিয়ে আবারও খেলার তারকাদের প্রাণঘাতী ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সহায়তার বিষয়টি সামনে এলো। অনুষ্ঠানটির উপস্থাপক ক্রিস ফ্লোরেস বলেন, ‘তিনি গত সপ্তাহের শুরুতে অনুদানটি দিয়েছে। এর একটা অংশ যাবে ইউনিসেফে। অপর অংশ যাবে শিল্পীদের গড়া এক সলিডারিটি ফান্ডে। তিনি এটা প্রকাশ্যে জানাতে চাননি। সে জন্যই আমরা সবাইকে জানাচ্ছি।’
ফুটবল তারকাদের মধ্যে এর আগে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোও বড় অনুদান দিয়েছেন। এছাড়া ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও সম্প্রতি নয় লাখ ২০ হাজার পাউন্ড অনুদান দেন। আরেক আলোচিত কোচ হোসে মরিনহোকে টটেনহ্যাম এলাকায় মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দিতে দেখা গেছে।
Leave a Reply