লোকালয় ২৪

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া বিমান দুর্ঘটনায় নিহত

http://lokaloy24.com

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা (২৬) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে দেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া ওই বিমান দুর্ঘটনায় তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমান দুর্ঘটনায় তারা নিহত হন।

বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য মেরিলিয়া মেনডোকা জনপ্রিয় হয়েছিলেন।

জানা গেছে, কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন মেনডোকা। ২০১৬ সালেই তিনি জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন। এরপর ২০১৯ সালে বড় ধরনের পুরস্কার নিজের ঝুলিতে ভরেন।

করোনাভাইরাস মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে গান গাওয়া শুরু করেন। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যাদের, তার মধ্যে তিনি অন্যতম।
সূত্র: বিবিসি।