সংবাদ শিরোনাম :
ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর।

শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস লিমিটেডের ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ, যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে  নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন, সে ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে  মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরো বলেন, সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয় না। কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত।’

তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহ্বান করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com