মিয়ানমারের রাখাইন রাজ্যে এবার বৌদ্ধ সম্প্রদায়ের বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকে। প্রাচীন আরাকান রাজ্যের পতন স্মরণে প্রতি বছর আরাকানের ঐতিহাসিক রাজধানী ম্রারুক ইউ-এ একটি অনুষ্ঠান হয়ে আসছে। এ বছর সরকার অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দেয়ায় বর্তমান রাখাইনের অধিবাসী ৪ হাজারেরও বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী মঙ্গলবার ম্রারুক ইউয়ে জড়ো হয়ে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।
ওই সময় বিক্ষোভকারী দল রাখাইনে অবস্থিত একটি সরকারি অফিস ভবন ঘিরে ফেললে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তখনই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য, পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ভিড় লক্ষ্য রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে বাধ্য হয়ে পুলিশ আসল গুলি ব্যবহার করে। ২০০ বছর আগে আরাকান রাজ্য জয় করেছিল বার্মিজ বাহিনী। সেই দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর বিশেষ অনুষ্ঠান ও র্যালির আয়োজন করে মিয়ানমারের রাখাইন রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গত বছরের ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্মম হামলায় স্থানীয় বৌদ্ধরাও অংশ নিয়েছে এবং এখনো সেনাবাহিনীর সঙ্গে মিলে হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply