এম ওসমান, বেনাপোল : বেনাপোল পোর্ট থানার বারোপোতা সীমান্তে অভিযান চালিয় ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারিনি বিজিবি।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোলের বারোপোতা মাঠ থেকে উক্ত গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় পুটখালী সীমান্তের বারোপোতা গ্রামের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমান মাদক ও গুলির একটি চালান যশোরের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ঘিবা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক সংগীয় সদস্য নিয়ে বারোপোতা গ্রামের মাঠের মধ্য অভিযান পরিচালনা করলে চোরাকারবারিরা একটি কার্টুন ফেলে পালিয়ে যায়। এ সময় কার্টুনটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্য থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক গুলি ও ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
Leave a Reply