চিত্র-বিচিত্র ডেস্ক : আপনি কি ডাক্তার? চাকরি খুঁজছেন? বেতন চাচ্ছেন মোটা অংকের? এই ধরুণ আপনার বেতন বছরে ১,৯০,০০০ পাউন্ড। ছুটি ৩ মাস। আর কিছু কি লাগে? এবার একটু হিসেব করে দেখুন তো বাংলাদেশী টাকায় কত হয়? মাথা ঘুরে গেলো তো ? তবে চাকরিটা কিন্তু নিউজিল্যান্ডে। যাবেন?
সূত্রের মতে, নিউজিল্যান্ডের ওয়াইকাটো এলাকার টোকোরোয়া গ্রামে একজন চিকিত্সক দরকার। সে গ্রাম কত সুন্দর, তা নিজ চোখে না দেখে আন্দাজ করতে পারবেন না। আর এই সুন্দর গ্রামে চিকিত্সক হিসেবে যিনি আসবেন, তিনি পাবেন এই লোভনীয় চাকরি। কিন্তু ঘটনা অন্যত্র। এমন চাকরিও করতে আসছেন না কেউ। কারণ কি জানেন?
সাম্প্রতিক অতীতে এই গ্রামের জনসংখ্যা বিপুল হারে বেড়ে গিয়েছে। ফলে, এখানে কাজের চাপ মারাত্মক। এই মুহূর্তে যিনি কাজ করছেন, সেই অ্যালান কেনি বলেছেন, ‘আমার প্র্যাকটিস বেশ ভালই চলছে। কিন্তু আমার একার পক্ষে প্রায় ১৫ হাজার লোকের চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। এবং তার থেকেও বড় কথা এত মোটা বেতনের চাকরি, তা-ও লোক পাচ্ছি না। এই চাপের কথা মাথায় রেখে কেউ আসতে চাইছেন না।’