লোকালয় ২৪

এমপিওভুক্ত হওয়া হবিগঞ্জের ৩৬ স্কুল-কলেজের শিক্ষক কর্মচারী বেতন পেতে যাচ্ছেন

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  বেতন পেতে যাচ্ছেন হবিগঞ্জ জেলার নতুন এমপিওভুক্ত ৩৬ স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) ঘোষণার ছয় মাস পর ১ হাজার ৬৩৩টি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ জেলার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৮টি, মাধ্যমিক বিদ্যালয় ১৫টি, উচ্চমাধ্যমিক (কলেজ) ৩টি।
নিয়মানুযায়ী এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে এমপিও কোড বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
তালিকা বিশ্লেষনে জানা গেছে, এমপিওভুক্তির চূড়ান্ত তালিকায় আসা হবিগঞ্জের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো, হবিগঞ্জ সদর উপজেলার ধলবামকান্দি পাঁচগ্রাম জুুনিয়র হাইস্কুল, বামকান্দি আদর্শ স্কুল, উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় এবং তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়, বাহুবলের হাজী এ ওয়াহিদ চৌধুরী হাইস্কুল, বিসি জুনিয়র সেকন্ডারি স্কুল এবং জগতপুর হাইস্কুল, নবীগঞ্জের মতিউর রহমান চৌধুরী হাইস্কুল, বিবিয়ানা আদর্শ হাইস্কুল, আজমিরীগঞ্জের সাতগাঁও পাবলিক হাইস্কুল, বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর হাইস্কুল এবং মেধাবিকাশ হাইস্কুল, চুনারুঘাটের চন্দ্রমল্লিকা হাইস্কুল, কচুয়া হাইস্কুল, মাধবপুরের সাহেবনগর হাইস্কুল, আহমেদপুর হাইস্কুল, ড. জারিফ হোসাইন জুনিয়র স্কুল, সুলতানপুর হাইস্কুল।
মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে, সদর উপজেলার হাজী এমডি আলিম উদ্দিন হাইস্কুল, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল, তরপ হাইস্কুল, রামপুর হাইস্কুল, আশেঢ়া হাইস্কুল, বাহুবলের ফতেহপুর আদর্শ হাইস্কুল, নবীগঞ্জের বনকাদিপুর আমজাদ আলী হাইস্কুল, বানিয়াচঙ্গের আমবাগান হাইস্কুল, রতনা হাইস্কুল, একতা হাইস্কুল, বিজিএম হাইস্কুল, ইকরাম নন্দপাড়া হাইস্কুল, আজমিরীগঞ্জের পশ্চিমবাগ হাইস্কুল, লাখাইয়ের ভবানিপুর হাইস্কুল, মুড়িয়াউক হাইস্কুল।
জানা গেছে, ১৯ এপ্রিলের তারিখ দিলেও গতকাল বুধবার আদেশটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, এখন বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন করবেন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে বেতন-ভাতা পাবেন। তবে এখন আদেশ জারি হলেও পূর্বঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত বছরের ১ জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।