রোববার এ ঘটনার সময় দশম শ্রেণির শিক্ষার্থীদের স্পেশাল ক্লাস নিচ্ছিলেন হাভানুর পাবলিক স্কুলের প্রিন্সিপাল রঙ্গনাথ, জানিয়েছে পুলিশ; খবর এনডিটিভির।
বেঙ্গলুরুর শহরতলী আগ্রাহারা দাসারাহালি এলাকার এ স্কুলটির ভবনের জমি নিয়ে বিরোধ চলছে। এটি এ হত্যাকাণ্ডের একটি কারণ হতে পারে বলে সন্দেহ পুলিশের।
৬০ বছর বয়সী রঙ্গনাথ ক্লাস নেওয়ার সময় অপরাধীদের দলটি জোর করে ওই শ্রেণিকক্ষে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটায়। তারপর দৌঁড়ে যে গাড়িতে করে এসেছিল তাতে করেই পালিয়ে যায়।
পরে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বেঙ্গালুরুর মহালক্ষী লেয়াউট এলাকা থেকে ওই দলের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এই সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টাকালে সে পুলিশের ওপর আক্রমণ করে, এ সময় পুলিশের গুলিতে আহত হয় সে। তার পায়ে গুলি লেগেছে।
আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।