লোকালয় ২৪

বুয়েট ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগরে মারধরের শিকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তার সাথে খারাপ ব্যবহারের অভিযোগে ছাত্রলীগের ওই নেতাকে মারধর করেন জাবির শিক্ষার্থীরা।

মারধরের শিকার তাহমিদ আহমেদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি আহসানউল্লাহ হল শাখা ছাত্রলীগের গ্রন্থাগার বিষয়ক সম্পাদক বলে দাবি করেছেন।

জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহীন বলেন, ‘সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এক ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পাওয়ার পর আমি তাকে পরিচয়পত্র দেখাতে বলি।’

‘পরিচয়পত্র না দেখিয়ে সে আমাকে মৌখিক ভাবে অপমানিত করে এবং আমাকে আঘাত করার চেষ্টা করে। এ ঘটনা দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে মেরেছে,’ যোগ করেন তিনি।

তবে সুদিপ্তর সাথে খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন তাহমিদ।