লোকালয় ২৪

বুধবার অর্থবিল ও বৃহস্পতিবার বাজেট পাস: অর্থমন্ত্রী

বুধবার অর্থবিল ও বৃহস্পতিবার বাজেট পাস: অর্থমন্ত্রী

লোকালয় ডেস্কঃ আগামীকাল বুধবার (২৭ জুন) ফাইন্যান্স বিল (অর্থবিল) পাস হবে। আর ২৮ তারিখ (বৃহস্পতিবার) বাজেট পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘কাল (বুধবার) খুব উল্লেখযোগ্য দিন। এই বাজেট প্রস্তাবের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সংসদে তার বক্তব্য রাখবেন। অনেকজন অনেক বক্তব্য দিয়েছেন, সেগুলো বসে বসে তিনি শুনেছেন, নিশ্চয় এগুলো কাভার করবেন, তাছাড়া তার নিজস্ব মন্তব্যও পাওয়া যাবে।’
আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘কাল আমাদের বিরোধী দলীয় নেতা তার অভিমত ব্যক্ত করবেন। জানি না আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি (হুসেইন মুহম্মদ এরশাদ) বক্তব্য দেবেন কিনা, কিছু বলবেন কিনা। নাও বলতে পারেন। আর আমি একটা বক্তৃতা দেবো প্রধানমন্ত্রীর বক্তৃতার পরে। মোটামুটিভাবে এই যে ১৯ দিন আলোচনা হয়েছে, ১৯ দিন আলোচনার ফলে এই সময়ে বিভিন্ন গণমাধ্যম যেসব মন্তব্য করেছে, ব্যবসায়ী সমিতি, বুদ্ধিজীবী, বিভিন্ন সম্প্রদায় থেকে বিভিন্ন ফোরামে যেসব মন্তব্য ও পরামর্শ আছে ও এসেছে-সেগুলোর ওপর নির্ভর করে প্রস্তাব কিছুটা পরিবর্তিত ও কিছুটা একেবারেই নতুন-সেগুলো কালকেই আমরা জানিয়ে দেবো। আজ বিকেলে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।’
সংসদে বিরোধী দলের আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সংসদে একটি জিনিস বেশ লক্ষ্য করেছি, আমার বেখাপ্পা মনে হয়েছে। বিরোধী দল, যারা সরকারে আছে, পার্টনার, তাদের মন্ত্রী আমাদের সঙ্গে বাজেট সভায় বসে বাজেট পাস করেছেন। তাদের অনেকের মন্তব্য দারুণ রকমের উগ্র। এটা যথাযথ নয় বলে আমার মনে হয়। হ্যাঁ, বিরোধী দল হিসেবে তাদের একটা ভূমিকা রাখা প্রয়োজন, কিন্তু এর সঙ্গে এটা মনে রাখা উচিত বিরোধী দল হলেও আপনারা কোয়ালিশনের একটা অংশ। এটা বক্তারা ভুলে যান।’
অর্থবিল বাজেট পাসের সময় এগিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘শনি, রবিবার আর সভা করতে চাইনি। উদ্দেশ্য হচ্ছে বাজেটের পর একটু বিরতি রাখা। আমরা বাজেটের প্রথম সেশনে যখন বসি, তখনই এটা আলোচনা হয়েছে।’
এবার বাজেটের পর আলোচনা কম হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আলোচনা কম হয়েছে। কাল (বুধবার) অর্থবিল অনুমোদন, ২৮ তারিখে বাজেট অনুমোদন (পাস) হবে। যারা উপস্থিতি থাকবেন তারা অনুমোদনের প্রস্তাব দেবেন। মাঝে মাঝে আমাকে দাঁড়াতে হবে।’
বিরোধী দল ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাদের বক্তব্য শুনেছি। তারা এমন একটা ভাব দেখিয়েছেন, তারা আর কোনও পার্টি না। দ্যাটস নট ট্রু। তারা কেবিনেট মেম্বার, বাজেট হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য কেবিনেট।’
প্রস্তাবিত বাজেট পাসের ক্ষেত্রে বড় ধরনের কোনও পরিবর্তন হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বড় ধরনের পরিবর্তন তো কখনও হয় না।’
অর্থবিলে কী পরিবর্তন আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এগুলো আমি এখন লিস্ট করছি। কিছুই বড় না।’
করপোরেট ট্যাক্সে কোনও পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আসার চান্স নেই।’
মোবাইল ও ইন্টারনেট সেবার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘মোবাইলের জন্য আমার প্রস্তাবই ভালো। আইসিটির বেশিরভাগ ট্যাক্স পাঁচ শতাংশ, বাকিগুলো ফ্রি। আমার কলিগ মোস্তফা জব্বার খুব খুশি। ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট (আকর্ষণ) করতে পারবেন।’
প্রধানমন্ত্রীর প্রস্তাবে কী কী পরিবর্তন আনা হবে বা নতুন কী যোগ হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পরিবর্তন হবে। আমি জানি সেগুলো। যেগুলো বেশি আলোচিত হয়েছে।’