লোকালয় ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তির বুক পকেটের মধ্যেই মোবাইল ফোনের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোবাইল বিস্ফোরণের ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভান্দুপ এলাকার এক রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ বুক পকেটে থাকা মোবাইলটির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে লোকটির শার্টে আগুন লেগে ধোয়া বের হতে থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুরো ঘটনাটি রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধারণ হয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি রেস্টুরেন্টে খাবার সময় তার পকেটে থাকা মোবাইলটির বিস্ফোরণ ঘটে। আশেপাশের লোকজন শব্দে আতঙ্কিত হন। সে সময় রেস্টুরেন্টে বোমা আতঙ্ক সৃষ্টি হয়। পরে রেস্টুরেন্টের কর্মীরা সামনে যেয়ে বুঝতে পারেন আসলে সেটি বোমা নয়।
বিস্ফোরণের ঘটনায় আক্রান্ত ব্যক্তি সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রায়ই মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনার কথা শোনা যায়।