লোকালয় ২৪

বিয়ে করলে মিডিয়ার বাইরের মানুষকে করব: বিদ্যা সিনহা মিম

বিয়ে করলে মিডিয়ার বাইরের মানুষকে করব: বিদ্যা সিনহা মিম

লোকালয় ডেস্কঃ এই ঈদে দেশে নয়, পাশের দেশ ভারতের কলকাতায় মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিমের ছবি ‘সুলতান’। রাজা চন্দ পরিচালিত ছবিটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন ভারতের জিৎ। ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। তবে কলকাতায় এর প্রচার চলছে জোরেশোরেই। এ কারণেই এখন ভারতে আছেন মিম। গতকাল মুঠোফোনে যখন কথা হলো, মিম তখন ‘সুলতান’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত।

‘সুলতান’ ছবির গানের প্রকাশনা অনুষ্ঠান কেমন হলো?
খুব ভালো। ৫ জুন সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে ছবির অডিও ও ভিডিও গানের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। সেখানে ছবির পরিচালক, শিল্পী, কলাকুশলীসহ আমরা সবাই উপস্থিত ছিলাম। অনুষ্ঠানে জিতের নিজ কণ্ঠে গাওয়া ‘ঈদ মোবারক’ গানটিও প্রকাশিত হয়েছে।

ছবির প্রচারণা করছেন?
হ্যাঁ, করছি। আগামীকাল পর্যন্ত ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকব। এখানকার টেলিভিশন, পত্রিকা ও ওয়েবপোর্টালগুলোর অফিসে অফিসে যাচ্ছি, সাক্ষাত্কার দিচ্ছি। শুক্রবার (আজ) জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানে যোগ দেব।

ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?
সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। প্রচারণায় গিয়ে দেখছি সবাই আমাকে চিনছেন, প্রশংসা করছেন। ভালো লাগছে।

ছবিটি ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। এ নিয়ে কোনো আক্ষেপ কাজ করছে না?
খুব খারাপ লাগছে। কেননা, ঈদকে ধরেই ছবিটি তৈরি হয়েছে। কিন্তু আদালত রায় দিয়েছেন। রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে আমাদের। কিছু করার নেই। তবে ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকের আগ্রহ আছে। আমার বিশ্বাস, ‘সুলতান’ ঈদের পর মুক্তি পেলেও দর্শকের আগ্রহ কমবে না।

পশ্চিমবঙ্গে একই দিনে শাকিব খানের ‘ভাইজান এলো রে’ মুক্তি পাচ্ছে। শাকিবের সঙ্গে প্রতিযোগিতা করতে যাচ্ছেন?
শাকিব খানের সঙ্গে বিদেশের মাটিতে আমার ছবিও মুক্তি পাচ্ছে, বিষয়টি জেনে ভালো লাগছে। এবার পশ্চিমবঙ্গের দর্শকেরা ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া দুটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রেই বাংলাদেশের দুজন শিল্পীকে দেখতে পাবেন, এটা ভেবে আনন্দ পাচ্ছি।

শোনা গেছে, ‘সুলতান’ ছবিতে আপনার চরিত্রের গভীরতা নাকি কম?
মোটেই নয়। ছবির নায়িকা হিসেবে আমার চরিত্রের গভীরতা আছে এবং চরিত্রটি গুরুত্বপূর্ণও বটে।

প্রতিবারই তো ঈদে একটি করে নাটকে কাজ করেন। এবার করছেন?
না, এবার নাটকে কাজ করছি না। কারণ, আমার ছবি মুক্তি পাচ্ছে। আগে থেকেই পরিকল্পনা ছিল ছবির প্রচারণা করতে হবে। এ কারণেই নাটকে কাজ করিনি।

আপনি ছবির নায়িকা, নায়ক হিসেবে একজনকে বেছে নিতে বললে কাকে নেবেন-শাকিব খান, আরিফিন শুভ, নাকি বাপ্পী চৌধুরী?
আমি তিনজনের সঙ্গেই কাজ করেছি। একজনের সঙ্গে নয়, এক ছবিতে এই তিন নায়কের সঙ্গেই কাজ করতে চাই। ছবি হিট হবে কিন্তু (হাসি)।

মিডিয়ার মানুষকে বিয়ে করবেন? নাকি বাইরের?
মিডিয়ার বাইরের মানুষকে বিয়ে করব।

বিয়ের পর যদি আপনার স্বামী নায়ক হতে চান, নায়িকা কাকে পছন্দ করবেন?
আমি নিজেই তাঁর নায়িকা হব।