বিয়ের ভেন্যুর খোঁজে

বিয়ের ভেন্যুর খোঁজে

কয়েক দশক আগেও অধিকাংশ বিয়ের অনুষ্ঠান হতো বর-কনের বাড়িতে। সময় বদলে গেছে। বিয়ের অনুষ্ঠান আয়োজন করার মতো পর্যাপ্ত জায়গার সংকট এখন প্রায় সব বাসাবাড়িতেই। অভাব পর্যাপ্ত সময়েরও। পর্যাপ্ত জায়গার অভাব কিংবা সহজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেছে নিতে পারেন কমিউনিটি সেন্টার কিংবা পছন্দমতো কনভেনশন সেন্টার। মনমতো বিয়ের ভেন্যু পেতে হাতে তিন থেকে চার মাস সময় রাখা প্রয়োজন। বিয়ের ভেন্যু বুকিংয়ের আগে তিনটি বিষয় মাথায় রাখা জরুরি। তা হলো বাজেট, অতিথির সংখ্যা ও ভেন্যুর লোকেশন। বাজেটবান্ধব ভেন্যুতে সব অতিথি একবারে কিংবা দুবারে আপ্যায়নের ব্যবস্থা আছে কিনা, তা জেনে নিন। এর বেশি না হওয়াই ভালো। ভেন্যুর লোকেশনে অতিথিদের যাতায়াত সুবিধা আছে কিনা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা আছে কিনা, তাও জেনে নিন। জেনে নেওয়া যাক ঢাকার জনপ্রিয় কিছু বিয়ের ভেন্যুর খোঁজখবর

দ্য ওয়েস্টিন ঢাকা অভিজাত, জমকালো বিয়ের আয়োজনের জন্য সুপরিচিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দীর্ঘতম হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা। পাঁচতারকা এ হোটেলটির গ্র্যান্ড বলরুমে (লেভেল-১) ৩৫০ জন অতিথি ধারণক্ষমতা রয়েছে। হলরুম ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা। ব্যুফে খাবারের আয়োজনে জনপ্রতি খরচ পড়বে সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকা। চাইলে ইচ্ছেমতো খাবারের মেন্যু নির্ধারণ করা যাবে। ঠিকানা : প্লট-০১, রোড-৪৫, গুলশান-২, ঢাকা-১২১২। ফোন : ৯৮৯১৯৮৮, মোবাইল : ০১৭৭৭৭৬৮৮৪৩।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুম ভাড়া পড়বে ২ লাখ ২০ হাজার টাকা। অতিথি ধারণক্ষমতা ৭০০ জন। মেন্যু অনুযায়ী খাবারের দামে পার্থক্য রয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা। ঠিকানা : কারওয়ানবাজার, ঢাকা। ফোন : ৮১১১০০৫। ইন্টারকন্টিনেন্টাল (রূপসী বাংলা) জমকালো বিয়ের আয়োজন করতে পারেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমেও। এখানে ৩০০ অতিথি ধারণক্ষমতা রয়েছে। ঠিকানা : শাহবাগ, ঢাকা। ফোন : ৮৩৫৮০৬০।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় রয়েছে ৬ লাখ ৫০ হাজার বর্গফুট জায়গায় আন্তর্জাতিক মানের সুবিশাল পাঁচটি হলরুম, দেড় হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং হেলিপ্যাড, স্যাটেলাইটরি-ট্রিট সেন্টারসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা। প্রতিটি হলের ধারণক্ষমতা ১০০ থেকে ২ হাজার জন। হল ভাড়া সর্বনিম্ন ৪ লাখ টাকা। ঠিকানা : কুড়িল বিশ^রোড, ৩০০ ফুট পূর্বাচল হাইওয়ে রোড, ঢাকা। ফোন : ০১৯৩৮৮৭৩৪৫০, ০১৯৩৮৮৭৮৭১৬। সেনাকুঞ্জ ঢাকার জনপ্রিয় বিয়ের ভেন্যু সেনাকুঞ্জ। মূলত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের জন্য তৈরি হলেও বেসামরিক লোকজনও এখানে বিয়ের অনুষ্ঠান করতে পারেন। ধারণক্ষমতা ৬৫০ জন। ফোন : ৮৭৫০০১১ এক্স : ৮৯৩৭।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জমকালো বিয়ের আয়োজন করতে চাইলে ভাড়া নিতে পারেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেন্যু। কার্নিভাল ও হারমনি হলের অতিথি ধারণক্ষমতা ৫০০ জন। ভাড়া ৩ লাখ টাকা। ছোট আরেকটি হল রয়েছে, যার ভাড়া পড়বে ১ লাখ ২০ হাজার টাকা। খাবারের খরচ জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা। ঠিকানা : শেরেবাংলা নগর, আগারগাঁও। ফোন : ৯১০০০১৪১৫। র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব ও গ্র্যান্ডওয়াল হল দুটিতে রয়েছে ৫০০ অতিথির বসার ব্যবস্থা। ভাড়া ৩ লাখ টাকা। খাবারের মেন্যু নির্ধারিত। ফোন : ৮৭৫৪৫৫৫। হোয়াইট হাউস হোটেল হোয়াইট হাউসে অতিথি ধারণক্ষমতা ৪০০-৫০০ জন। হল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা। খাবারের মেন্যুতে জনপ্রতি খরচ পড়বে ৪৩০ টাকা। ঠিকানা : ১৫৫, শান্তিনগর, ঢাকা। ফোন : ৮৩১৪০২০, মোবাইল : ০১৭৭৩০৯৪৪৬৯। ঢাকা অফিসার্স ক্লাব ঢাকা অফিসার্স ক্লাবে অতিথির ধারণক্ষমতা ৪০০ জন। হল ভাড়া ১ লাখ ৬০ হাজার টাকা। মেন্যু অনুযায়ী খাবারের মূল্য নির্ধারিত হবে। ঠিকানা : ২৬, বেইলি রোড, ঢাকা। ফোন : ৯৩৪৬৬৭৭। লেডিস ক্লাব লেডিস ক্লাবে অতিথি ধারণক্ষমতা ৪০০ জন। ভাড়া ৮০ হাজার টাকা। ঠিকানা : ৩৬, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা। ফোন : ৯৩৪৬৬৭৭।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com