সংবাদ শিরোনাম :
বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে বর নিখোঁজ!

বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে বর নিখোঁজ!

বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে বর নিখোঁজ!
বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে বর নিখোঁজ!

শরীয়তপুর- শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর থানায় কনের বাড়ি থেকে বর নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রবিবার সখিপুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বর আল আমিন খাঁর (২৭) পরিবার ও এলাকাবাসী। আল আমিন থানার বাহাউদ্দিন মুন্সীকান্দি গ্রামের মৃত আলী আহম্মদ খাঁর ছেলে।

স্বজনরা জানান, গত মঙ্গলবার আল আমিনের সঙ্গে থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুড়িরচর বেপারিকান্দি গ্রামের জান শরীফ খাঁর মেয়ে মাহাদিয়া আক্তার জুলেখার (১৮) বিয়ে হয়। পরে জুলেখাকে আল আমিনের বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন আল আমিন তার বোন জামাই আবদুল আজিজ, ভাই শামীমকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। রাত ১টার দিকে আল আমিন-জুলেখা তাদের রুমে ঘুমাতে যান। কিন্তু বৃহস্পতিবার ভোরে আল আমিনকে আর পাওয়া যায়নি।

বিক্ষোভ ও মানববন্ধনে আল আমিনের মা রিজিয়া বেগম, ভাই শাহ আলম, রুহুল আমিন, সবুজ, বোন সাহিনা বেগম, সুফিয়া বেগম, সুরিয়া বেগম, চাচা সোবাহান খাঁসহ অনেকে উপস্থিত ছিলেন।

মা রিজিয়া বলেন, ‘আমার ছেলে পাঁচ দিন ধরে নিখোঁজ। আমার বউ ও তার পরিবার আমার ছেলেকে গুম করেছে। আমি ছেলেকে ফিরে পেতে চাই।’

এ প্রসঙ্গে আল আমিনের স্ত্রী জানান, রাতে আমরা একসঙ্গে ঘুমাই। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি, সে আমার পাশে নাই। এরপর আশেপাশে খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি।’

সখিপুর থানার ওসি মো. এনামুল হক বলেন, “এ ঘটনায় একটি জিডি হয়েছে। আল আমিনকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com