বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত-পাকিস্তান

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত-পাকিস্তান

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত-পাকিস্তান
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত-পাকিস্তান

স্পোর্টস্ আপডেট ডেস্ক : প্রায় ১৮ বছর আগে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই মূলত আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান হয় বাংলাদেশের। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সেই পাকিস্তানের বিপক্ষেই। মাশরাফিরা নিশ্চিত করেই চাইছে ফেলে আসা সেই সুখের স্মৃতিটা আবারও ফিরে আনতে। আগামী ৩০ মে থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। সেই লক্ষ্যে সামনে রেখে প্রস্তিুত ম্যাচে সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

ঘোষিত সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও পাকিস্তান। গত বিশ্বকাপের প্রস্তুিতি ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আগামী ২৬ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ মে খেলবে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই হবে কার্ডিফে। ২০০৫ সালে এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করেছিল মাশরাফিরা।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে; অর্থাৎ প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, ওভালে  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে বাংলাদেশ ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে আয়ারল্যান্ডে, যেখানে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:

তারিখ                                  ম্যাচ                                      ভেন্যু

২৪ মে ২০১৯                 পাকিস্তান বনাম আফগানিস্তান               ব্রিস্টল
২৪ মে ২০১৯                 শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা                কার্ডিফ
২৫ মে ২০১৯                 ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া                   হ্যাম্পশায়ার
২৫ মে ২০১৯                 ভারত বনাম নিউজিল্যান্ড                    ওভাল
২৬ মে ২০১৯                 বাংলাদেশ বনাম পাকিস্তান                   কার্ডিফ
২৬ মে ২০১৯                 দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজ              ব্রিস্টল
২৭ মে ২০১৯                 অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা                      হ্যাম্পশায়ার
২৭ মে ২০১৯                 ইংল্যান্ড বনাম আফগানিস্তান                ওভাল
২৮ মে ২০১৯                 বাংলাদেশ বনাম ভারত                       কার্ডিফ
২৮ মে ২০১৯                 উইন্ডিজ বনাম নিউজিল্যান্ড                 ব্রিস্টল

প্রসঙ্গত, ২ জুন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঐদিন মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com