ক্রীড়া ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড এরই মধ্যে তাদের চূড়ান্ত স্কোয়াড দিয়ে দিয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অবশ্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি। তবে আজ উন্মোচিত হয়েছে অসিদের বিশ্বকাপ জার্সি।
অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে ক্রীড়া পোশাক ও জুতো নির্মাণকারী প্রতিষ্ঠান এএসআইসিএস। বিশ্বকাপের জার্সি পরিহিত গ্লেন ম্যাক্সওয়েলের একটি ছবি আজ টুইটারে পোস্ট করেছে এএসআইসিএস অস্ট্রেলিয়া।
ম্যাক্সওয়েলদের বিশ্বকাপ জার্সির রংয়ে বরাবরের মতোই হলুদের আধিক্য বেশি। কলার, কাঁধ ও জার্সির সাইডে রয়েছে সবুজ রং। প্যান্টের সাইডেও ওপর থেকে নেমে গেছে সবুজ ডোরা।
চার বছর আগে অসিরা যে জার্সি পরে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ জিতেছিল, সেটির সঙ্গে এবারের জার্সির তেমন একটা মিল নেই।
আগামী ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।