ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার বলেন, এবারের বিশ্বকাপে ১০টি দলের মধ্যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ভারসাম্যপূর্ণ দল। টাইগাররা যদি বিশ্বকাপে বেশি উচ্চাভিলাষী না হয় তাহলে ভালো করবে।
সম্প্রতি পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভির স্পোর্টসের এক অনুষ্ঠানে বাংলাদেশ দল নিয়ে আলাপকালে এমন মন্তব্য করেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বোলার।
বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ-পাকিস্তানের সরফরাজ আহমেদের মতো তারকা অধিনায়ককে রেখে শোয়েব আখতার প্রশংসা করেন মাশরাফির।
শোয়েব আখতার বলেন, ‘এক কথায় ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। ওর অভিজ্ঞতা এবং দল পরিচালার ক্ষমতা খুবই নিখুত।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘২০১৪ সাল থেকেই দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তারা ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়েছে ওয়ানডেতে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল তারা। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপেও তারা চমক দেখাবে।’
Leave a Reply