লোকালয় ২৪

বিমান মন্ত্রীর পক্ষে চুনারুঘাট কৃষকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

রোকালয় ডেস্ক: চুনারুঘাট মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বে-সামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর পক্ষে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করেছে উপজেলা কৃষকলীগ । সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে খাদ্য-সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান- আলহাজ্ব আঃ কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, উপজেলা কৃষকলীগের আহবায়ক মুজিবুর রহমান,সদস্য সচিব জামাল আহমেদ, সাকেব ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন ও রহমত আলী। আজ সারাদিন কৃষকলীগের নেতা-কর্মীরা চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় ৪০০ লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন। খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ১ কেজি মশারী ডাল, সাবান ও তৈল । উপজেলা চেয়ারম্যান-আলহাজ্ব আঃ কাদির লস্কর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পড়েছে , বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নির্দেশে প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষকলীগের আহবায়ক মুজিবুর রহমান উপজেলাবাসীকে বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।তিনি আরো বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরন ও একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের অনুরোধ করেন।